চাঁদপুরের ফরিদগঞ্জে অন লাইন ক্লাস বিষয়ক শিক্ষক প্রশিক্ষন ও সনদ বিতরণ সম্পন্ন হয় হয়েছে। ২০ ডিসেম্বর মঙ্গলবার সহকারী প্রোগ্রামার মো: সালাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি বলেন, দক্ষ শিক্ষক তৈরিতে প্রশিক্ষণের বিকল্প নেই। বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়ণে আধুনিক বিশ্বের সাথে মিল রেখেই কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট জাহিদুল ইসলাম রোমান, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান জিএস তছলিম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একে মোহাম্মদ আলী জিন্নাহ প্রমূখ।
৭টি ব্যাচে প্রতিটিতে ২৪ জন করে ১শত ৬৮ জন শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।এ সময় প্রশিক্ষণ নেয়া শিক্ষকদের হাতে সনদ ও সম্মাননা খাম তুলে দেয়া হয়। বরাদ্দ পাওয়া সাপেক্ষে পর্যায়ক্রমে ৫২টি ম্দ্রাাসা ও ৫০টি হাই স্কুলের সকল শিক্ষককে প্রশিক্ষণ প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট অফিস সূত্র জানায়।
প্রতিবেদক: শিমুল হাছান, ২০ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur