কাতার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা তথা মেসির হাতে বিশ্বকাপ উঠার আনন্দে চাঁদপুরের ফরিদগঞ্জে আর্জেন্টিনার সমর্থকরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেছে।
সোমবার বিকালে ফরিদগঞ্জ এ আর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মিষ্টি বিতরণ শেষে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়।
বাংলাদেশ আর্জেন্টিনার পতাকা হাতে হেঁটে মোটরসাইকেল ও গাড়িযোগে ব্যান্ডপার্টি নিয়ে মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজক কমিটির পক্ষে আহসান হাবিব ও জিয়াউর রহমান জিয়া জানান, বিশ্বকাপ শুরুর থেকেই ফরিদগঞ্জে আর্জেন্টিনা ও মেসির সমর্থকরা নানা আয়োজন করছে। সেই ধারাবাহিকতায় রোববার রাতের ফাইনাল শেষে একটি বিজয় মিছিল বের হয় রাতেই। সোমবার বিকালে দেড় মণ মিষ্টি বিতরণ শেষে বিশাল আনন্দ র্যালি বের হয়।
স্টাফ করেসপন্ডেট, ১৯ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur