বিজয়ের মাস উপলক্ষে কুমিল্লায় বীর মুক্তিযোদ্ধা বিজয় উৎসব সম্মাননা-২০২২ প্রদান করেছে জেলা পরিষদ।
কুমিল্লা জেলা পরিষদের আয়োজনের প্রায় দেড়শো জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়েছ।
মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম শিকারপুরী।
বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম, কুমিল্লা পুলিশ সুপার আবদুল মান্নান বিপিএম(বার)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সচিব হেলাল উদ্দিন আহমেদ, জেলা পরিষদের সদস্য ও কুমিল্লা মহানগর যুবলীগের আহবায়ক আবদুল্লাহ আল মাহমুদ সহিদ প্রমুখ।
কুমিল্লার একশত পঞ্চাশ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননার অংশ হিসেবে সম্মাননা পত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, ১৩ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur