চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে নির্বাচিত হলেন ফরিদগঞ্জ থানার এসআই নুরুল ইসলাম। গত নভেম্বর মাসে জেলার সর্বোচ্চ আইনশৃঙ্খলা রক্ষায়, সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলে অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ তিনি জেলার শ্রেষ্ঠত্ব অর্জন লাভ করেছেন।
৭ ডিসেম্বর বুধবার দুপুরে চাঁদপুর জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ (বিপিএম-বার) এর হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করেন।
জেলার মধ্যে শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে সম্মাননা ক্রেস্ট পাওয়ার বিষয়ে এসআই নুরুল ইসলাম জানান, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন স্যারের নিদর্শে ও সহযোগীতায় কাজ করে যাচ্ছি।
প্রতিবেদক: শিমুল হাছান, ৭ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur