Home / উপজেলা সংবাদ / কচুয়া / কচুয়ায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে হতাহত ৬
accident

কচুয়ায় ট্রাক ও সিএনজি সংঘর্ষে হতাহত ৬

চাঁদপুরের কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের শুয়ারুল পেট্রোল পাম্প এলাকায় ট্রাক ও সিএনজি সংর্ঘষে আমেনা আক্তার নামের এক শিশু নিহত ও চালকসহ ৫ যাত্রী গুরুতর আহত হয়েছে। ৭ ডিসেম্বর বুধবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শিশু আমেনা আক্তার উপজেলার বারৈয়ারা গ্রামের হারুনুর রশিদের কন্যা।

স্থানীয় এলাকাসূত্রে জানা গেছে, গৌরিপুর থেকে সাচার গামী একটি সিএনজিকে তেলবাহী ট্রাক ধাক্কা দিলে ঘটানস্থলে শিশু নিহত হয় এবং আহতদের উদ্ধার করে গৌরিপুর সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করে। ঘটনার পর ঘাটক ট্রাকটি আটক করেছে স্থানীয় জনতা।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৭ ডিসেম্বর ২০২২