চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বিভিন্ন পয়েন্টে মোবাইল কোর্টের অভিযোগ চালিয়ে ২৬ জন মোটরসাইকেল চালককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ৬ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর পর্যন্ত মোবাইল কোর্ট চালানো হয়।
মোবাইল কোর্টের নেতৃত্ব দেন সহকারী কমিশনার ভুমি সেটু কুমার বড়ুয়া।
তিনি বলন,মাথায় হেলমেট না থাকায় এবং বাইকের (মোটরসাইকেল) লাইসেন্স দেখাতে না পারায় মোটরসাইকেল চালানোর জন্য সড়ক পরিবহন আইনের নিদিষ্ট ধারায় ২৬ জনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্টের অভিযানে সহযোগিতা করেন মতলব দক্ষিণ থানা পুলিশ।
তিনি আরও বলেন,সড়কের নিরাপত্তা রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ৬ ডিসেম্বর ২০২২
চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur