এবার মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের সব মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস শুরুর আগে অ্যাসেমব্লিতে ‘মাদকে না বলুন’ কর্মসূচি পালনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
প্রতিদিন অ্যাসেমব্লিতে স্ব স্ব অবস্থানে দাঁড়িয়ে এক মিনিট ‘মাদকে না বলুন’ কর্মসূচি বাস্তবায়নে অধ্যক্ষ ও প্রতিষ্ঠান পরিচালনা কমিটির প্রধানকে নির্দেশ দেয়া হয়েছে।
শিক্ষা বোর্ডের রেজিস্টার মো.ছিদ্দিকুর রহমানের সই করা নির্দেশনাটি প্রকাশিত হয়েছে ।
এর আগে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার পর স্কুল ও কলেজে এ কর্মসূচি বাস্তবায়নে মাধ্যমিক শিক্ষার সব অঞ্চলের উপরিচালক ও জেলা শিক্ষা অফিসাদের নির্দেশনা দেয়া হয়েছিল।
মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সামাজিক আন্দোলন গড়ে তোলার অংশ হিসেবে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষে পাঠদান শুরুর আগে ‘মাদককে না বলুন’ কর্মসূচি পালনে এ নির্দেশনা দেয়া হয়।
এর আগে এ কর্মসূচি শিক্ষা প্রতিষ্ঠানে চালু করা হলেও করোনার কারণে তা বন্ধ রাখা হয়েছিল।
৩ ডিসেম্বর ২০২২
এজি