চাঁদপুরের মতলব পৌরসভার ৭ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আহিজল মুন্সির পিতা মজিদ মুন্সি(৮৫) বৃহস্পতিবার রাত সাড়ে বারোটায় দক্ষিণ নলুয়া গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন( ইন্না লিল্লাহি… রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে, ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন ও গুনীগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার বাদ জুমা নিজ বাড়ীর পূর্ব পার্শ্বে জমিনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।নানাজে যানাযায় মতলব পৌরসভার প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল, কাউন্সিলর আব্দুল হাই বকাউল, সাবেক কমিশনার সফিকুল ইসলাম প্রধানসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সুধীজন এবং বিভিন্ন পেশার ধর্মপ্রাণ শত শত মুসল্লিগন উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মাহফুজ মল্লিক, ২ ডিসেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur