চাঁদপুরের কচুয়ায় শিশুকে ধর্ষণ চেষ্টায় বৃদ্ধ আবু বকর সিদ্দিক নামের একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভিকটিমের মা কুলছুমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করলে হোসেনপুর গ্রাম থেকে তাকে আটক করে।
আটককৃত আবু বকর সিদ্দিক উপজেলার হোসেনপুর গ্রামের মৃত. আলী মিয়ার ছেলে। ভিকটিমের বাড়ি নারায়নগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার আমগাঁও গ্রামে। তারা কচুয়ার হোসেনপুর গ্রামে ভাড়া থাকতো।
কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল বলেন, অভিযুক্ত আবু বকর সিদ্দিককে চাঁদপুরের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৯ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur