চাঁদপুর সদর মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে মো. ইব্রাহীম খলিলকে নিযুক্ত করা হয়েছে। চাঁদপুর পুলিশ মিডিয়া সেলস সেন্টারে দেয়া তথ্যর মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ মিডিয়া সেল সূত্রে জানা যায়, চাঁদপুর জেলার ৮ উপজেলার মধ্যে গত সপ্তাহে ৪ থানার ওসি রদবদল হয়েছে। এবার চাঁদপুর মডেল থানার ওসিকে পুলিশ লাইনস্ এ প্রত্যাহার এবং তার স্থলে নবাগত ওসি হিসেবে আসছেন কোর্ট ই ইন্সপেক্টর মো. ইব্রাহীম খলিল।
এর পূর্বে কোর্ট ইন্সপেক্টর হিসেবে চাঁদপুর কোর্টে দায়িত্ব পালন করেন। তারও আগে চাঁদপুরের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে অত্যান্ত সুনামের সাথে দয়িত্ব পালন করেন। সোমবার (১০ সেপ্টেম্বর) চাঁদপুর মডেল থানায় তাঁর দায়িত্ব গ্রহণের কথা রয়েছে।
করেসপন্ডেন্ট
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur