Home / চাঁদপুর / এ যুগে ইন্টারনেট ছাড়া কিছুই ভাবা যায় না : জেলা প্রশাসক
এ যুগে ইন্টারনেট ছাড়া কিছুই ভাবা যায় না : জেলা প্রশাসক

এ যুগে ইন্টারনেট ছাড়া কিছুই ভাবা যায় না : জেলা প্রশাসক

আশিক বিন রহিম | আপডেট: ০৯:১১ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৫, বুধবার

চাঁদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ’র উদ্বোধন মঙ্গলবার উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল।

চাঁদপুর সদর উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী আশরাফুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান দেওয়ান মো. সফিকুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, “বর্তমান সময়টা ইন্টারনেটের যুগ। এই যুগে ইন্টারনেট ছাড়া কিছুই ভাবা যায় না। ইন্টারনেটের কারণে সব কাজ সহজ হয়েছে। ইন্টারনেটের ফলে বিশ^ এখন মানুষের হাতের মুঠোয় চলে আসছে। আওয়ামী লীগ সরকার তাদের নির্বাচনী ইশতেহারে ডিজিটাল বাংলাদেশ গড়ার কথা বলেছিলো। বর্তমান সরকার দেশকে ডিজিটালাইজড করার জন্যে কাজ করে যাচ্ছে। ফলে এখন ইন্টারনেটে চাকুরির বাজার সৃষ্টি হয়েছে।”

জেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা মো. মোস্তফা কামালের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অ্যাড. শাজাহান মিয়া, সদর উপজেলা স্বাস্থ্য পরিকল্পনা কর্মকর্তা ডা. কামরুল ইসলাম ও আশিকাটি ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার।

 

চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫