চাঁদপুরের কচুয়া উপজেলা খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (এলএসডি) পদে আব্দুল আউয়াল যোগদান করেছেন।
সোমবার পূর্বের খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা সালমা আফরোজের কুমিল্লা সদর (ধর্মপুর) এলাকায় বদলিজনিত কারনে তিনি এ পদে যোগদান করেন।
এর আগে তিনি শাহরাস্তি উপজেলায় খাদ্য পরিদর্শক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। মো. আব্দুল আউয়াল নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার বীজবাগ গ্রামের বাসিন্দা। তাঁর বাবা বিশিষ্ট সমাজসেবক লোকমান হোসেন। কচুয়ায় নয়া দায়িত্ব পালনে জনপ্রতিনিধি,সাংবাদিক সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষের সাবির্ক সহযোগিতা ও দোয়া চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২১ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur