Home / উপজেলা সংবাদ / কচুয়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বিজ্ঞান

কচুয়ায় জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত

চাঁদপুরের কচুয়ায় ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা বুধবার উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কেএম সোহেল রানার পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির।

বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম,এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন,মুক্তিযোদ্ধা আব্দুল মবিন,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার,ওসি তদন্ত হারুন অর রশিদ,মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,উপজেলা কৃষি অফিসার সোফায়েল হোসেন প্রমুখ।

জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহ করেন এবং অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টের দৃশ্য পরিদর্শন করেন।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ নভেম্বর ২০২২