চাঁদপুরের কচুয়ায় জুয়ার আসর থেকে ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা এসআই মামুনুর অর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ইসলামপুর গ্রামে অভিযান চালিয়ে ১৬ জুয়াড়িদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের কাছ থেকে নগদ ১৪ হাজার ৫শ ৭০ টাকা সহ অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বলরা গ্রামের শাহালম, জলিল, শরিফ, আবুল, মাইনউদ্দীন, ইসলামপুর গ্রামের বাচ্চু মিয়া, ইউসুফ, চাপাতলী গ্রামের আমির হোসেন, আশ্রাফপুর গ্রামের খোরশেদ, পালগিরী গ্রামের পলাশ, নাউলা গ্রামের মিজান, শাহরাস্তি উপজেলার নাইনাগর গ্রামের সুমন হোসেন, ফরিদ, ফয়সাল, শাহাবুদ্দিন ও ইদ্রিস।
কচুয়া থানা ওসি মো: ইব্রাহিম খলিল জানান, কচুয়া থানা জুয়াড়ি আইনে মামলা রুজু করে গ্রেফতারকৃতদেরকে কোর্টে সোপর্দ করার মধ্য দিয়ে জেল হাজনে প্রেরন করা হয়েছে।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৫ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur