Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / হাজীগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে আটক ২
শিয়ালের

হাজীগঞ্জে শিয়ালের মাংস বিক্রির অপরাধে আটক ২

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির অপরাধে দুই জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান মানিক।

আটক দুজন হলেন– ৪নং কালচোঁ ইউনিয়নের সিদলা গ্রামের জুলহাস, একই গ্রামের মনির হোসেন।

থানা সূত্রে জানা যায়, জুলহাস ও মনির শনিবার রাতে একটি শিয়াল ধরে জবাই করে। তারা রবিবার বিকালে হাজীগঞ্জ বাজারে ওই শিয়ালের মাংস বিক্রি করতে আসে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই নাজিম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদের শিয়ালের মাংসসহ আটক করে থানায় নিয়ে আসেন। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান মানিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৫ হাজার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় তাদের সতর্ক করা হয়, যেনো ভবিষ্যতে এমন অপরাধে জড়িত না হয়।

মেহেদী হাসান মানিক বলেন, ‘দুই ব্যক্তি বিকালে হাজীগঞ্জ বাজারে শিয়ালের মাংস বিক্রির জন্য নিয়ে এসে হাতেনাতে ধরা পড়েন। যদ্দূর জেনেছি, তারা এ কাজে পেশাদার না, অন্য কাজ করেন। প্রথমবারের মতো ধরা পড়ায় আমরা জরিমানা করে ছেড়ে দিয়েছি।’

স্টাফ করেসপন্ডেট, ১৩ নভেম্বর ২০২২