খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ আন্দোলন গড়ে তুলুন এ স্লোগানে বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব ভবনের এলিট চাইনিজ রেস্টুরেন্টে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমাদ।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সভাপতি মাওঃ মোঃ লিয়াকত হোসাইন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাও. কোরআন আলী কাসেমী, সাংগঠনিক সম্পাদক মাও. ফয়সাল আহমাদ, সমাজকল্যাণ সম্পাদক মাও. শরীফুল ইসলাম ও নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে বলেন, দেশে কোরআনের শাসন ব্যবস্থা নেই। তাই আল্লাহ ও রাসূলের নির্দেশ মোতাবেক দেশে কোরআনের শাসন ব্যবস্থা নিশ্চিত করতে হবে। যে রাষ্ট্র ধর্ষণের আইন জানে না তারা আবার কিভাবে ধর্ষণের বিচার করে। আল্লাহর খেলাফত বাস্তবায়নে বাংলাদেশ খেলাফত মসলিস কাজ করে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বরের আগে আল্লামা মামুনুল হককে মুক্তি না দিলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হবো।
বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সেক্রেটারী মাও. হাবিবুর রহমান ও সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নূরে আলমের যৌথ পরিচালনায় আরোও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস কুমিল্লা পূর্ব জেলার সাধারণ সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম, সংগঠনের চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল বাকী, মাওলানা মোহাম্মদ উল্লাহ খান, মাওলানা আবু জাফর সিদ্দিকী, মাওলানা ওবায়দুর রহমান, আলহাজ্ব মাওলানা ইদরীস, মাওলানা আবুল বাশার, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় বাইতুল মাল সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন আল হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সালাম, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শাহাদাত হুসাইন, আলহাজ্ব হাফেজ আবুল হাসানাত, সংগঠনের চাঁদপুর শহর শাখার সভাপতি মাওলানা আব্দুল হান্নান, সহ-সভাপতি হাফেজ মাওলানা লকিতুল্লাহ, পৌর সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, সংগঠনের সদর উপজেলা সভাপতি মাওলানা মোশাররফ হুসাইন, সাধারণ সম্পাদক হাফেজ আব্দুল কাদের, শাহরাস্তি উপজেলার সহ-সভাপতি মাওলানা কাজী ফারুক, সাধারণ সম্পাদক মাস্টার শাহাদাত হোসাইন, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শামছুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা শাহাদাৎ হুসাইন, সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক মাওলানা আবু হানিফ, বাংলাদেশ খেলাফত যুব মজলিশ চাঁদপুর জেলা শাখার সভাপতি হাফেজ নেয়ামত হোসাইন।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক আবু ইউসুফ, জেলা যুব মজলিসের সহ-সভাপতি মাও. তারেক হাসান, অর্থ সম্পাদক হাফেজ মোজাম্মেল ও বাংলাদেশ খেলাফত মজলিস চাঁদপুর জেলা শাখার নির্বাহী সদস্য মাও. হাফেজ আবুল কাশেম।
বক্তারা বলেন, আল্লাহ ও রাসূলের নির্দেশনা বাস্তবায়নে কাজ করে বাংলাদেশ খেলাফত মজলিস। আল্লাহর সকল গুনবাচক নামের উপর আমাদের বিশ্বাস রাখতে হবে। আল্লাহ একমাত্র বিধানদাতা। আল্লাহর বিধানগুলোকে মেনে চলা প্রতিটি মুসলমানের দায়িত্ব ও কর্তব্য। বাংলাদেশসহ বিশ্বের অনেক জায়গায় আল্লাহর বিধানগুলো মানা হচ্ছে না। তবে আল্লাহর বিধানেই রয়েছে মুক্তি। আল্লাহর বিধানগুলোই বাস্তবায়নে কাজ করছে বাংলাদেশ খেলাফত মজলিস।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ১০ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur