ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ। সোমবার দুপুর ১২টায় সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মেলার বিষয়ে লিখিত বক্তব্যে বলেন, আগামী ৯ নভেম্বর সদর উপজেলা পরিষদ হলরুমে সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় মোট ৪টি প্যাভিলিয়ন থাকবে। ১নং প্যাভিলিয়নে উদ্যোগ এবং স্টার্টআপ, ২নং প্যাভিলিয়নে ডিজিটাল সেবা, ৩নং প্যাভিলিয়ন হাতের মুঠোয় সেবা), ৪নং প্যাভিলিয়নে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান। ৩টি ক্যাটাগরি থেকে ১ম ২য় ও ৩য় নির্বাচন করা হবে। নির্বাচিতরা জেলা পর্যায়ে ডিজিটাল উদ্ভাবনী মেলায় অংশ গ্রহণ করার সুযোগ পাবে।
এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলন, সাবেক সভাপতি শরীফ চৌধুরী, চাঁদপুর ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কেএম মাসুদ, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি মোরর্শেদ আলম রোকন, দৈনিক চাঁদপুর সময়ের বার্তা সম্পাদক আশিক বিন রহিম, দৈনিক চাঁদপুর খবরে সিনিয়র স্টাফ রিপোর্টার ইমাম হোসেন, দৈনিক সুদীপ্ত চাঁদপুর পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার মাইনুল ইসলাম, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি মো. আনোয়ারুল হক প্রমুখ।
প্রতিবেদক: আশিক বিন রহিম, ৮ নভেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur