Home / চাঁদপুর / প্রাণচাঞ্চল্য ফিরেছে চাঁদপুর মাছঘাটে
মাছঘাটে

প্রাণচাঞ্চল্য ফিরেছে চাঁদপুর মাছঘাটে

ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ ও ক্রয়-বিক্রয় বন্ধ ছিল। ২২ দিন শেষে মধ্যরাত থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ আহরণ শুরু করেছে জেলেরা। যদিও আশানুরূপ ইলিশ এখনে জালে পাচ্ছে না বলে জানিয়েছে জেলেরা।

এদিকে দীর্ঘ বিরতির পর দেশের অন্যতম মৎস্য আড়ত চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে ফিরেছে কর্মব্যস্ততা। ভোর থেকে আহরিত ইলিশ নিয়ে আসা হচ্ছে মাছঘাটে।

অন্যদিকে ইলিশ মাছ কেনার জন্য মাছঘাটে ভিড় জমাচ্ছে ক্রেতারা। ক্রেতাদের ধারণা দীর্ঘদিন নদী থেকে ইলিশ না ধরার কারণে হয়তো প্রচুর মাছ ধরা পড়েছে। আর ইলিশের দামও কম রয়েছে। কিন্তু ক্রেতাদের এই ধারণা ঘাটেএসে পাল্টে গেছে। অনেক ক্রেতাকেই হতাশ হয়ে বাড়ি ফিরে গেছেন।

বড়স্টেশন মাছঘাটে আসা জেলে রফিক মোল্লা বলেন, রাত থেকেই নদীতে মাছ ধরা শুরু করেছে কিন্তু জালে তেমন ইলিশ পাইনি। তবে আমাদের জালে ওঠা অধিকাংশ ইলিশের পেটে ডিম রয়েছে। এখন যা ইলিশ পেয়েছি তা ঘাটে বিক্রি করে আবার নদীতে ফিরে যাব।

চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, জেলেরা সবেমাত্র ইলিশ ধরা শুরু করেছে। আশা করছি আর কয়েকদিন পর ইলিশের আমদানি আরো বৃদ্ধি পাবে। সকাল পর্যন্ত প্রায় ৫০০ মণ ইলিশ ঘাটে এসেছে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ২৯ অক্টোবর ২০২২