২৮ অক্টোবরের মধ্যরাত থেকে শুরু হয়েছে ইলিশ শিকার। চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ দেশের বিভিন্ন নদীতে ইলিশ শিকারে একযোগে নদীতে নেমেছেন জেলেরা। শনিবার সকাল থেকে চাঁদপুরের মাছঘাটগুলোতে ইলিশ বেচাকেনা শুরু হয়েছে। টানা ২২ দিন পর ইলিশ বেচাকেনার হাঁকডাকে মুখর বাজার।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই মাছঘাটে ইলিশ বিক্রি শুরু হয়েছে। ফলে ঘাটে ইলিশ ব্যবসায়ী ও কর্মচারীদের কর্মব্যস্ততা বেড়েছে। প্রতিটি আড়তের সামনে কম-বেশি ইলিশের স্তূপ লক্ষ্য করা গেছে। কেউ বরফ ভেঙে প্যাকেটজাত করছেন, আবার কেউ ইলিশ সরবরাহের কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন। তবে প্রথম দিনে ৪শ-৬শ মণ ইলিশ সরবরাহ হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।
এদিকে প্রথম দিনে মাছের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ চড়া দামে মাছ ক্রয় করছেন আবার কেউ মাছঘাট ঘুরে খালি হাতে ফিরে যাচ্ছেন।
এক ক্রেতা বলেন,‘ ইলিশ শিকারে টানা ২২ দিনের সরকারি নিষেধাজ্ঞার পর আজ চাঁদপুর মাছঘাটে মাছ বেচাকেনার শুরু হয়েছে। তবে প্রথম দিনে মাছের দাম বেশি থাকায় কিনতে পারলাম না।’
ক্ষুদ্র মাছ ব্যবসায়ী শাহিন বলেন,‘ চাঁদপুরের লোকাল মাছ এসেছে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসছে। ১ কেজি ওজনের ইলিশ ১২ শ টাকায়, ৬-৭শ গ্রামের ৬শ-৭শ টাকা করে বিক্রি করা হচ্ছে। প্রথম দিনে বেচাকেনা কম। আমরা আশা করি মাছের সরবরাহ বাড়বে।
মাছ ব্যবসায়ী ইকবাল হোসেন বলেন, ২২ দিনের নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর আজ থেকে আবার ইলিশ বেচাকেনা শুরু হয়েছে। মাছের আমদানি ভালো। আর দাম আগের মতোই আছে। ১ কেজি ওজনের মাছ ১২শ -১৩শ টাকা, ৭শ-৮শ গ্রামের ৯শ-১ হাজার টাকা এবং ছোট আকারের মাছের দাম ৪ শ থেকে ৪শ ৫০ টাকা কেজি।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাবেক সভাপতি মিজানুর রহমান কালু ভূইয়া জানান, দীর্ঘ ২২ দিন নিষেধাজ্ঞার পর গতকাল মধ্যরাত থেকে ইলিশ ধরা শুরু হয়েছে। প্রথম দিনে মোটামুটি সন্তোষজনক মাছ এসেছে। দু’একদিন পর মাছের আমদানি আরও বাড়বে।
সিনিয়র করেসপন্ডেন্ট
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur