চাঁদপুরে শহরের কেন্দ্রবিন্দুতে অবস্থিত জামাল মোল্লা ভবনে সাবেক সোনালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়ে ২৯
অক্টোবর শনিবার বেলা সাড়ে ১১ টায় এনআরবিসি ব্যাংক সিকিউরিটিজ এর অফিস উদ্বোধন করা হয়েছে ।
ফিতা কেটে এর উদ্বোধন করেন এনআরবিসিবি’র প্রধান কার্যালয়ের সিইও আজিজুল ইসলাম।
অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন চীফ অপারেটিং অফিসার মো.আবদুল্লা আল মাসুম, এইচ আর এন্ড স্ট্রেজেটিক বিভাগীয় প্রধান এস এম বেলাল ভূইয়া, এডমিন এন্ড কমপ্লিয়েন্স এর প্রধান মো. হাফিজুর রহমান ও চাঁদপুরের লোকাল ম্যানেজমেন্টের প্রধান মো.মেজবা্হ উদ্দিন ভূঁইয়াসহ বেশ ক’জন ব্যবসায়ীবৃন্দ ।
নতূন কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে এর উদ্বোধন করা হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাও.মো.আবদুর রহমান। এনআরবিসিবি মূলত: একটি শেযার বেচা-কেনার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যার কার্যক্রম আগামিকাল ৩০ অক্টোবর থেকে নিয়মিত চলবে।
আবদুল গনি
২৯ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur