রাজধানীর মিরপুরে নিজ ভাড়া বাসা থেকে আবদুল কাদের মানিক নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত ১২টার দিকে মিরপুরের কাজীপাড়ায় ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত মানিক চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর পূর্ব মিজি বাড়ির মৃত আবদুল মজিদের ছেলে। তিনি ঢাকার মিরপুরে একটি ফার্নিচারের শোরুমের ম্যানেজার। থাকতেন কাজীপাড়ার বাসায়।
মানিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার খালাতো ভাই শাহাদাত হোসেন।
শাহাদাত জানান, মানিক তার বাসার একটি রুমের দরজা বন্ধ করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশে খবর দিলে রাত ১২টায় কাফরুল থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। তিনি স্ত্রী লাকি আক্তার ১ ছেলে ও ১ মেয়ে নিয়ে বসবাস করতেন। ওই সময় তারা বাসায় ছিল।
মানিকের মা শাহানারা বেগম বলেন, রাতে খবর পেয়েছি আমার ছেলে মারা গেছে। কী কারণে মারা গেছে জানতে পারিনি।
স্টাফ করেসপন্ডেট, ২৮ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur