মেঘনা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করেছে চাঁদপুর কোষ্টগার্ড। উদ্ধারকৃত মৃতব্যক্তি পুরুষ। তার আনুমানিক বয়স হবে ৪০। তবে পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে হাইমচর উপজেলার কাটাখাল লঞ্চঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদী থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।
তিনি বলেন, অনুমানিক সকাল সাড়ে ৮টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুরের অধিনস্থ আউটপোস্ট হাইমচর কর্তৃক চাঁদপুরের কাটাখাল লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মেঘনা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে অজ্ঞাত একজনের অর্ধগলিত মৃতদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃতব্যক্তির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।
তিনি আরও বলেন, পরবর্তী কার্যব্যবস্থা গ্রহণের নিমিত্তে অজ্ঞাত ব্যক্তির মরদেহ নিলকমল নৌ পুলিশ ফাঁড়িতে হস্থান্তর করা হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,২৫ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur