চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৫২ জেলেকে আটক করেছে নৌ-পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫০ কেজি ইলিশ জব্দ করা হয়।
২৩ অক্টোবর রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী পদ্মা-মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।
চাঁদপুর সদর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জাগো নিউজকে জানান, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে ও নিষেধাজ্ঞা বাস্তবায়নে সদর উপজেলার রাজরাজেশ্বর, হরিনা, মাঝির বাজার, লক্ষ্মীরচরসহ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে নৌ-পুলিশ। এসময় পৃথক স্থান থেকে ৫২ জেলেকে আটক করা হয়।
এরমধ্যে ২০ জেলেকে ভ্রাম্যমাণ আদালতে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২৯ জেলের বিরুদ্ধে মৎস্য আইনে মামলা করা হয়। বাকি তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুছলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মো. মেশকাতুল ইসলাম।
মা ইলিশ রক্ষায় গত ৭ অক্টোবর থেকে চাঁদপুরের পদ্মা-মেঘনার নৌ অঞ্চলে এ অভিযান অব্যাহত রয়েছে। প্রজনন মৌসুমে জেলেরা যেন নদীতে মাছ শিকার করতে না পারেন, সেজন্য জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ডের একাধিক ইউনিট নদীতে সার্বক্ষণিক টহল দিচ্ছে।
স্টাফ করেসপন্ডেট, ২৩ অক্টোবর ২০২২