‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
২২ অক্টোবর শনিবার সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে র্যালী, আলোচনা সভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সকালে ফরিদগঞ্জ প্রেসক্লাব এর সামনের সড়কে লিফলেট বিতরণ শেষে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। পরে তা ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। এরপর নিসচার কর্মীরা লিফলেট বিতরণ কালে মোটরসাইকেলের হেলেমেট পড়াদের ফুলেল শুভেচ্ছা জানান।
এসময়ে উপস্থিত ছিলেন নিসচার সভাপতি আবু সালেহ মো. বারাকাত উল্ল্যাহ পাটোয়ারী, সহসভাপতি প্রবীর চক্রবর্তী, সম্পাদক নারায়ন রবিদাস, যুগ্ম সম্পাদক জাকির হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, অর্থ সম্পাদক বাকি বিল্লাহ আত্তারী, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক আমান উল্লাহ খান ফারাবী, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান সজীব, মহিলা বিষয়ক সম্পাদক মোসাম্মৎ রজিয়া সুলতানা দিপু, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. আব্দুল জলিল, নির্বাহী সদস্য মো. মাছুম তালুকদার, মো. ওমর ফারুক পাটওয়ারী, জাহিদুল ইসলাম ফাহিম, মো, মামুরুর রশিদ, আল আমিন গাজী, মিসেস রুবী বেগম, জাকির হোসেন, আব্দুল কাদির, এফ এ মানিক,রিয়াদ বরকন্দাজ, কফিল উদ্দিন , হোসাইন মামুন, গাজী মমিন, এফ এ মানিক প্রমুখ।
প্রতিবেদক: শিমুল হাছান, ২২ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur