Home / বিশেষ সংবাদ / শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব কার্যক্রম পরিচালনায় সেনগাঁও বাউবি’র ২য় স্থান
sengown

শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব কার্যক্রম পরিচালনায় সেনগাঁও বাউবি’র ২য় স্থান

বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল ৫৯ তম জন্মবার্ষিকী পালন উদযাপন উপলক্ষে বিভিন্ন ক্যাটাগরিতে শেখ রাসেল পদক,সম্মাননা স্মারক ও সনদ এবং সারা বাংলাদেশ ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব ও ৩ হাজার শেখ রাসেল ফিউচার অব স্কুল নির্মাণ করা হয়েছে ।

আজ ১৮ অক্টোবর ২০২২ গণভবন থেকে ভিড়িও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী সে সব প্রতিষ্ঠান উদ্বোধন করেন।

এরই অংশ হিসেবে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক মো. কামরুল হাসান বিভিন্ন ক্যাটাগরিতে কাজের স্বীকৃতি হিসেবে পুরুষ্কার ও সনদ প্রদান করেন।

চাঁদপুরের বিশেষ কমিটি কর্তৃক মূল্যায়নের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলায় “শ্রেষ্ঠ শেখ রাসেল ডিজিটাল ল্যাব” প্রতিষ্ঠান পর্যায়ে ডি, এন হাই স্কুল-প্রথম, সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়-২য় স্থান এবং ছোট সুন্দর এ আলী উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে ।

জেলা প্রশাসক মো.কামরুল হাসান আজ ১৮ অক্টোবর এ সনদ ও পুরুষ্কার প্রদান করেন। সেনগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক আবদুল আজিজ তাঁর বিদ্যালয়ের সনদ ও পুরস্কার গ্রহণ করছেন।

আবদুল গনি
১৮ অক্টোবর ২০২২