কচুয়া উপজেলার তুলপাই গ্রামে ওচমান গনি (১৩) নামের এক মাদ্রাসা ছাত্র ৬দিন ধরে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ ছাত্র ওচমান গনি তুলপাই গ্রামের প্রধানীয়া বাড়ির প্রবাসী শাহজাহান প্রধানের ছেলে। সে প্রসন্নকাপ দ্বীনিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র।
নিখোঁজ ওচমান গনির বাবা শাহজাহান প্রধান ও দাদা সিরাজ প্রধান জানান, গত ১১ অক্টোবর সকালে ওচমান গনি বাড়ী থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নিত্যদিনের মতো বিকালে বাড়ি ফিরে না আসায় মাদ্রাসা গিয়ে তার কোনো খোঁজ মেলেনি। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে তার পরিবার ও স্বজনরা চিন্তিত হয়ে পড়েন।
ঘটনার ৬দিন পেরিয়ে গেলেও তাকে এখনো না পাওয়ায় পরিবারের সদস্যরা উৎকন্ঠায় রয়েছেন। এ ঘটনায় ওচমান গনির মা শাহানাজ বেগম রবিবার (১৬ অক্টোবর) কচুয়া থানায় একটি নিখোঁজ ডায়েরী করেছেন (৭৮৮)। কোনো সহৃদয়বান ব্যক্তি তার খোঁজ পেলে ০১৭৩০২৫০৩৬২ নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur