কচুয়ায় অভিযান চালিয়ে ১৫৬ পিস ইয়াবা ও এক কেজি গাজাঁসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে সাচার,দেবীপুর ও মাসনীগাছা গ্রামে পৃথক পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হচ্ছে, চাঙ্গিনী গ্রামের মৃত আলী আকবর হোসেনের ছেলে বোরহান উদ্দিন,কাদলা গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে হাছানাত,হাটমুড়া গ্রামের রনজিত শীলের ছেলে সাগর শীল,শুয়ারুল গ্রামের চারু মিয়ার ছেলে ফয়সাল ও চানপাড়া গ্রামের বিল্লাল হোসেনের ছেলে সুজন হোসেন। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কচুয়া থানার ওসি মো. ইব্রাহিম খলিল।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৬ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur