Home / চাঁদপুর / সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশ
সড়ক

সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশ

চাঁদপুরে সড়ক নিরাপদ বিষয়ক সাংবাদিক ও সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াস উদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধক এর বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই এর মহাসচিব লিটন এরশাদ, নির্বাহী সদস্য রোকনুজ্জামান রোকন।

আমরা যেন নিরাপ‌দে বা‌ড়ি ফি‌র‌তে পা‌রি সেটাই নিরাপদ সড়ক। ইলয়াছ কাঞ্জন ২৯ বছর যাবৎ আ‌ন্দোলন কর‌ছেন, তারপও সড়ক নিরপদ হয়‌নি। দুর্ঘটনা থে‌কে কেউ বাদ যা‌চ্ছে না, তাই আমরা দুর্ঘটনামুক্ত সড়ক চাই। সরকার সড়কে দুর্ঘটনারো‌ধে আইনক‌রে দি‌য়ে‌ছে তারপর দূর্ঘটনা প্রতি‌রোধ করাণযা‌চ্ছে না। বি‌শ্বে দুর্ঘনাকব‌লিত ১৮৩ দে‌শের ম‌ধ্যে;বাংলা‌দে‌শের অবস্থান ১০৬ তম। দ‌ক্ষিণ কু‌রিয়া ও ভার‌তের অন্ধ্রপ্রদে‌শে দে‌খে‌ছিলাম এক‌টি নিয়ন্ত্রণ কক্ষ থে‌কে সড়‌বের যানবাহন নিয়ন্ত্রণ করা হ‌চ্ছে আধু‌নিক প্রযু‌ত্তি প্রয়ো‌গের মধ‌্যদি‌য়ে। আসুন আমারা সবাই স‌চেতন হ‌লে সড়ক অবশ‌্যই নিরাপদ হ‌বে।

বাংলাদেশ কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান মো. নুরুল আমিন বলেন, আমরা যেন নিরাপ‌দে বা‌ড়ি ফি‌র‌তে পা‌রি সেটাই নিরাপদ সড়ক। ইলিয়াস কাঞ্চন ২৯ বছর যাবৎ আ‌ন্দোলন কর‌ছেন, তারপরও সড়ক নিরপদ হয়‌নি। দুর্ঘটনা থে‌কে কেউ বাদ যা‌চ্ছে না, তাই আমরা দুর্ঘটনামুক্ত সড়ক চাই। সরকার সড়কে দুর্ঘটনারো‌ধে আইনক‌রে দি‌য়ে‌ছে তারপর দূর্ঘটনা প্রতি‌রোধ করা যাচ্ছে না। বি‌শ্বে দুর্ঘনাকব‌লিত ১৮৩ দে‌শের ম‌ধ্যে বাংলা‌দে‌শের অবস্থান ১০৬ তম। দ‌ক্ষিণ কু‌রিয়া ও ভার‌তের অন্ধপ্রদে‌শে দে‌খে‌ছিলাম এক‌টি নিয়ন্ত্রণ কক্ষ থে‌কে সড়‌বের যানবাহন নিয়ন্ত্রণ করা হ‌চ্ছে আধু‌নিক প্রযু‌ত্তি প্রয়ো‌গের মধ‌্যদি‌য়ে। আসুন আমারা সবাই স‌চেতন হ‌লে সড়ক অবশ‌্যই নিরাপদ হ‌বে।

প্রধান বক্তা হিসেবে নিরাপদ সড়ক চাই এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন বলেন, আমরা যা বলি, তা আমরা করিনা। সাংবাদিক ভাইদের উদ্দেশ্য বলতে চাই, আপনাদের থেকে মানুষ অনেক কিছু জানতে হবে। তাই আপনাদের দায়িত্ব অনেক। আপনা যদি সচেতন না হন, তাহলে অন্যরা আপনাদের থেকে কি শিখবে। মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে হবে। আমাদের যে আন্দোলন, তা দীর্ঘবছর ধরে চলছে। অল্প অল্প করে যদি কেউ নিয়ম কানুন মেনে চলে, একসময় সবাই মেনে চলবে।

নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেলের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস, সিনিয়র সহ-সভাপতি রহিম বাদশা, সোহেল রুশদী, চাঁদপুর সদর ট্রাফিক পুলিশের ইনচার্জ মো. জহিরুল ইসলাম, বিশিষ্ট চিকিৎসক ডা. এমজি ফারুক, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য মো. দেলোয়ার হোসেন, হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা শাফি বন্যা, নিরাপদ সড়ক চাই চাঁদপুর জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদক নুর জাহান বেগম কুমকুম, এপেক্স ক্লাবের সাবেক সভাপতি অ্যাড. আজাদ।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ১৫ অক্টোবর ২০২২