দুনিয়ার মজদুর এক হও বাংলাদেশের মেহনতি মানুষ এক হও-এ স্লোগাণে জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, কেককাটা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্প্দক নুরুল ইসলাম মিয়াজী।
চাঁদপুর জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামের পরিচালনায় আরও বক্তব্য রাখেন জেলা জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি ইসমাইল হোসেন, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া,জেলা সিএনজি শ্রমিক লীগের সভাপতি শাহরিয়ার আলম ফারুক, সদর উপজেলা শ্রমিক লীগের সভাপতি শাহ আলম মিয়াজী ফুটন, অগ্রণী ব্যাংক সিবিএ শ্রমিক লীগের সভাপতি ইলিয়াছ মিয়াজী, রেলওয়ে শ্রমিক লীগ নেতা ইউনুছ পাটওয়ারী জুয়েলে, সাংগঠনিক সম্পাদক তৌহিদুর রহমান জনি,জনতা ব্যাংক সিবিএ শ্রমিক লীগের সভাপতি সরিফউল্যা, কৃষি ব্যাংক সিবিএ শ্রমিক লীগের সভাপতি কামরুল ইসলাম, রিক্সা ম্রমিক লীগ সভাপতি আব্দুল আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, নেতা আনোয়ার হোসেন আনু, মৈশাদী ইউনিয়ন শ্রমিক লীগ নেতা কবির।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের ১২ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় শ্রমিক লীগ প্রতিষ্ঠা করেন।
আমরা বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠনের লোক। সকল দ্বিধাদন্দ ভুলে সংগঠনের ও আগামী;নির্বাচনের স্বার্থে আমাদের কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আগামী নির্বাচনকে মাথায় রেখে কর্মকান্ড পরিচালনা করতে হবে। বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের সরকারি মিল কল কারখানাগুলো বেসরকারিকরন করা হয়। এতে হাজার হাজার শ্রমিক তাদের চাকুরি হারান।
জেলা জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমানের ছোট ছেলে ছাত্রলীগ নেতা ওহিদুল ইসলাম প্রাপ্তের অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ গাজী, সহ সাংগঠনিক সম্পাদক দলিলুর রহমান ভূঁইয়া,সদর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন মিয়াজী,হাইমচর উপজেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি সোবহান,লক্ষীপুর ইউনিয়ন সভাপতি নান্নু গাজীসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
১২ অক্টোবর ২০২২
এজি