চাঁদপুর জেলা পরিষদের ২নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী তাছলিমা আক্তার আখি ফুটবল প্রতীকে ভোট চেয়ে গনসংযোগ ও ব্যাপক প্রচার-প্রচারনা করছেন।
মঙ্গলবার উপজেলার কচুয়া উত্তর ইউনিয়ন কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সাথে ভোট চেয়ে গনসংযোগ করে ব্যস্ত সময় পার করেন তিনি।
এসময় ইউপি চেয়ারম্যান এম আখতার হোসাইন মজুমদার,ইউপি সদস্য ফরিদ আহমেদ,ইউনুষছ মিয়া,কাউছার,মো. জসিম উদ্দিন,সাইফুল ইসলাম তালুকদার,মানিক মিয়া,মুজিবুর রহমান প্রধান,মেহেদী হাসান,মোজাম্মেল মিয়া,সাহিদা বেগম,মনোয়ারা খানম,রহিমা খাতুনসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
একই দিনে পালাখাল মডেল ইউনিয়ন,সাচার ও পাথৈর ইউপি চেয়াম্যান ও মেম্বারের সাথে বিনিমিয় করেন তিনি। প্রচারনাকালে ফুটবল প্রতীকের প্রার্থী তাছলিমা আক্তার আখি বিভিন্ন ইউনিয়নে ভোটার ও সমর্থকদের কাছে ব্যাপক সাড়া পান।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১১ অক্টোবর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur