চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী শাজুলিয়া দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে উসওয়াতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার দহুলিয়া শাজুলি মঞ্জিলে মাদ্রাসা-ই শাজুলিয়ার নাজেরা থেকে হিফজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের সবক প্রদান করা হয়েছে।
শাজুলিয়া দরবার শরীফের পীর শাহ মুহাম্মদ রুহুল্লাহ শাজুলির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সবক প্রদান ও মনোমুগ্ধকর কন্ঠে ক্বিরাত পাঠ করেন, ওস্তাজুল হুফফাজ হাফেজ ক্বারী নাজমুল হাসান।
দরবার শরীফের নায়েবে মোন্তাজেম শাহ মুহাম্মদ নুরুল্লাহ শাজুলির তত্ত্বাবধানে ও হাফেজ আব্দুল্লাহ মাসউদের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন, মুফতী মিজানুর রহমান, পীরজাদা আতাউল্যাহ শাজুলি, সিনিয়র মুবাল্লিগ মাওলানা মিজানুর রহমান, মাওলানা মো. সাকের উল্যাহ, নিশ্চিন্তপুর কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নুর আহমদ আজাদ, মুফতী মাছুম বিল্লাহ বেলালী, শাজুলিয়া খানকার সভাপতি আবু সালেহ সহ দেশ বরেন্য আরো ওলামায়ে কেরাম বয়ান পেশ করেন। এসময় দরবার শরীফের মুরিদীন, মুহিব্বিনসহ ধর্মপ্রান মুসলমানগন মাহফিলে অংশগ্রহন করেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ৮ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur