Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে সভা
জাতীয়

হাইমচরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবসে সভা

চাঁদপুরের হাইমচর উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর বৃহস্পতিবার সকালে হাইমচর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন হাইমচর উপজেলা সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল ফয়সাল, উপজেলা পরিসংখ্যান অফিসার রেহেনা আক্তার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, হাইমচর প্রেসক্লাব সহ-সভাপতি মোঃ ইসমাইল, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদ, প্রকপ্ল অফিসে প্রকৌশলী মোঃ মাসুদুর রহমান প্রমূখ।

এ সময় হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চাই থোয়াইহল চৌধুরী বলেন, জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্য দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে।

প্রতিবেদক: বি এম ইসমাইল, ৬ অক্টোবর ২০২২