তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে আগেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিক ভারত। আজ তৃতীয় ও শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার সুযোগ ছিল ভারতের সামনে। কিন্তু রাইলি রুশোর অনবদ্য এক সেঞ্চুরিতে রক্ষা পায় প্রোটিয়াস দলটি।
এতে করে সিরিজ শেষ হয় ২-১ এ।
সিরিজ আগেই নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতীয় দল মাঠে নামে বিরাট কোহলি ও লোকেশ রাহুলকে ছাড়াই।
এর পরিবর্তে ভারতীয় দলের বোলার মোহাম্মদ সিরাজকে বাজিয়ে দেখে নিয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে বিশ্বকাপের দলে দীপক চাহার ও মোহাম্মদ শামি থাকলেও বিশ্বকাপ থেকে চোট নিয়ে ছিটকে পড়া যশপ্রীত বুমরার জায়গায় আলোচনায় আছেন মোহাম্মদ সিরাজও।
এদিকে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম দুই ম্যাচে ডাক মারা রুশো শেষ ম্যাচে ৪৮ বলে ৮ ছয় ও সাত চারে খেলেন দুর্দান্ত এক সেঞ্চুরির ইনিংস।
রুশোর ব্যাটে চড়েই নির্ধারিত ওভারে ৩ উইকেটে ২২৭ রান তোলে প্রোটিয়ারা। দল হিসেবে ভারতের বিপক্ষে এটি দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।
পাহাড় সমান লক্ষ্য তাড়া করতে নেমে ১৭৮ রানে অলআউট হয়ে ম্যাচটি ৪৯ রানে হেরেছে টিম ইন্ডিয়া।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই অধিনায়ক রোহিত শর্মাকে হারায় ভারত। কোহলির জায়গায় তিন নম্বরে খেলতে নামা শ্রেয়াস আইয়ার ৪ বলে করেন ১ রান।
৮৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা ভারত শেষ পর্যন্ত ১৮.৩ ওভারে অলআউট হওয়ার আগে
দিনেশ কার্তিকের ২১ বলে ৪৬, চাহারের ১৭ বলে ৩১ ও যাদবের ১৭ বলে অপরাজিত ২০ রানের ইনিংসের সৌজন্যে তুলে ১৭৮ রান।