চাঁদপুর জেলার সদর উপজেলার বালিয়ায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে এক গৃহবধূ খুন হয়েছেন। উপজেলার বালিয়া গ্রামের রশিদ ভূঁইয়া বাড়িতে মঙ্গলবার রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। নিহত জয়তুন বেগম (৩০) ওই বাড়ির কুয়েত প্রবাসী মিজানুর রহমানের স্ত্রী।
জয়তুনের বড় ভাই বিল্লাল হোসেন জানান, ভূঁইয়া বাড়ির পাশেই তার বোনের বাড়ি। রাতে দুই শিশু ও বাবা শাহজালাল ভূঁইয়া তার ঘরে ছিলেন। রাত আড়াইটার দিকে মুখোশধারী দুর্বৃত্তরা ঘরের দরজা ভেঙে প্রবেশ করে ঘুমন্ত জয়তুনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। পাশের রুমে থাকা জয়তুনের বাবা বিষয়টি টের পেয়ে চিৎকার দেন। পরে পাশের লোকজন এসে জয়তুনকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আ. হালিম জানান, বুধবার সকাল ১০টায় জয়তুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত খুনের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।
স্টাফ করেসপন্ডেন্ট || আপডেট: ০৪:১২ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৫, বুধবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur