Home / চাঁদপুর / চাঁদপুর হাসপাতালে শিশু ওয়ার্ড ছাড়িয়ে কড়িডোরে চিকিৎসাসেবা
হাসপাতালে

চাঁদপুর হাসপাতালে শিশু ওয়ার্ড ছাড়িয়ে কড়িডোরে চিকিৎসাসেবা

চাঁদপুরে গত কয়েক সপ্তাহ ধরে গরম আবহাওয়ায় বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে বাড়ছে শিশু রোগীদের সংখ্যা ।

এসব রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা জনিত শ্বাসকষ্ট ও নিউমোনিয়া, খিচুনী, পাতলা পায়খানা ও বমি রোগীর সংখ্যা বেশি বলে জানা গেছে। পুরো শিশু ওয়ার্ডে নির্দিষ্ট বেডের চেয়ে শিশু রোগীর সংখ্যা চার গুন বেশি হওয়ায় বিছানা সংকটে হিমশিম খাচ্ছে রোগী ও রোগীর লোকজন সহ হাসপাতাল কর্তৃপক্ষ।

খবর নিয়ে জানা গেছে ২৬ সেপ্টম্বর সোমবার সকাল আটটা পর্যন্ত শিশু ওয়ার্ডে ১৪১জন শিশু রোগী ভর্তি ছিলো। তারপর সকাল সেখান থেকে অনেকে চিকিৎসাসেবার ছুটি নিয়েছেন। এদিন সকাল ৮ টা থেকে দুপুর ২টা পর্যন্ত নতুন করে আরো ২১জন শিশু রোগী ভর্তি হয়েছে।

চাঁদপুর সরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে সরজমিনে গিয়ে দেখা যায় হাসপাতালের শিশু বিভাগে প্রচুর রোগী ভর্তি রয়েছে। বিছানা সংকটে হাসপাতালের করিডোর এবং বারান্দার মেঝেতে বিছানা পেতে এভাবেই চিকিৎসাসেবা নিতে দেখা যায় রোগীদেরকে।

প্রতিবেদক : কবির হোসেন মিজি, ২৭ সেপ্টেম্বর ২০২২