চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারী দীর্ঘ ২০ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন।
২৬ সেপ্টেম্বর সোমবার সন্ধ্যায় বাবুরহাট জেল গেইট থেকে সালাউদ্দিন বেপারী মুক্তি পাওয়ার পর নেতা-কর্মীরা তাকে জেলা বিএনপির কার্যালয়ে ফুলের মালা পড়িয়ে বরণ করে নেয়।
গত ৫ সেপ্টেম্বর সোমবার শহরের ট্রাকঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। ৬ সেপ্টেম্বর পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে।
এসময় চাঁদপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর থানা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ আলম রবিন, যুবদল নেতা মোক্তার হোসেন বেপারী, শহীদ ঢালী, জুলহাস জুয়েল, আব্দুল করিম, মহসিন খান, সোহাগ খান, আল-আমিন খান, মমিন হাওলাদার, লিটন ঢালী, শরীফ আহমেদ, আবুল বাশার, মেহেদীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা যায়, ২০১৫ সালে পুলিশের দায়ের করা রাজনৈতিক মামলায় ওয়ারেন্ট থাকায় চাঁদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বেপারীকে গ্রেফতার করে পুলিশ। চাঁদপুর সদর মডেল থানায় পুলিশের দায়ের করা জি আর ৪১/১৫ মামলার আসামি ছিলেন তিনি। আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৬ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur