চাঁদপুরে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি,চাঁদপুর জেলা (বাকশিস) শাখার সভা ২৬ সেপ্টেম্বর বেলা ৪ টায় সাবেক সোনালী ব্যাংকের রিজিউনাল অফিস এর তৃতীয় তলায় সংগঠনের অস্থায়ী কার্যালয়েএক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা বাকশিসের সভাপতি অধ্যক্ষ মো. আজহারুল কবির ।
সভা পরিচালনায় করেন জেলা বাকশিসের সাধারণ সম্পাদক অধ্যাপক মেজবাউদ্দিন ভূঁইয়া।
সভায় বক্তাগণ সংগঠনের কেন্দ্রিয় কর্মসূচি ১১ দফার মধ্যে শিক্ষা জাতীয়করণ,৫০ % মহার্ঘ ভাতা,পূর্ণাঙ্গ উৎসব ভাতা, নবম জাতীয় পে-স্কেল কমিশন গঠন করে তা’ বাস্তবায়ন ও নানাবিধ বৈষম্যদূরিকরণ করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানান।
এছাড়াও আগামি ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি ও উপজেলা কমিটিগুলো শক্তিশালীকরণ প্রসঙ্গে আলোচনা করা হয় । আগামি দু’একদিনের মধ্যেই ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসের কর্মসূচি জানিয়ে দেয়া হবে বলে সভায় অভিমত প্রকাশ করেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাকশিসনেতা অধ্যক্ষ মনিরুল হক পাটওয়ারী,অধ্যক্ষ হায়দার আলী,চাঁদপুর সদরের বাকশিস সভাপতি সোয়েব আহমেদ,প্রফেসর আলমগীর হোসেন তালুকদার,প্রভাষক নুরুল আমিন, অধ্যাপক জহিরুল ইসলাম ও অধ্যাপিকা জেসমিন আক্তার ও অধ্যাপক মানব মিশ্র।
আবদুল গনি
২৬ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur