কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদকে সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তিতে তিন দিন ব্যপী কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য মহান মুক্তিযুদ্ধের ১ নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এ মেলার উদ্বোধন করেন। তিনি ফিতা কেটে মেলার উদ্বোধন করেন এবং মেলার স্টলগুলো পরিদর্শন করেন।
নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পর আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান নাসরীন জাহান চৌধুরী, পৌর মেয়র হাজী আঃ লতিফ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবদুল মান্নান, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, কামরুন্নাহার কাজল প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আহসান হাবীব জানান, মেলায় ১০ টি স্টলে বিভিন্ন কৃষি পন্য, নার্সারী ও কৃষি প্রযুক্তির উপস্থাপন করা হয়েছে।
প্রতিবেদক: জামাল হোসেন, ২৪ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur