নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী বাংলাদেশ ফুটবল দলকে এক কোটি টাকা পুরস্কার দেবে বাংলাদেশ সেনাবাহিনী। আগামি ২৭ সেপ্টেম্বর সংবর্ধনার পাশাপাশি মেয়েদের হাতে পুরস্কার হিসেবে এ অর্থ তুলে দেয়া হবে।
শুক্রবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ কথা জানায়।
শিরোপা জয়ের পর থেকেই পুরস্কারে ভাসছেন সাবিনা-সানজিদারা। চ্যাম্পিয়ন মেয়েদের পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও।
বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, সাফজয়ী নারী ফুটবলারদের সবার ঘরের অবস্থা জানতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। যাদের ঘরের অবস্থা ভালো নয়,যাদের ঘর দরকার, তাদের নতুন ঘর বানিয়ে দেবেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ ৭৭তম অধিবেশন থেকে দেশে ফিরে ফুটবলারদের অর্থ পুরস্কারও দেবেন তিনি।
এ ছাড়া সাফজয়ী নারী ফুটবল দলকে ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড । ব্যক্তিগতভাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর স্ত্রী শারমিন মুর্শেদী ৫০ লাখ এবং সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক ঘোষণা করেছেন আরও ৫০ লাখ টাকার অর্থ পুরস্কার।
১৯ সেপ্টেম্বর সোমবার নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো নারী সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জেতে বাংলাদেশ।
স্মরণীয় এ জয়ে শামসুন্নাহার করেন একটি গোল। আর দু’টি গোল করেন কৃষ্ণা রানী সরকার।
২৪ সেপ্টেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur