মুন্সিগঞ্জ জেলা বিএনপির সমাবেশে মিরকাদিম পৌর যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক নিহত শহিদুল ইসলাম শাওনের চাঁদপুরে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
২৩ সেপ্টেম্বর শুক্রবার চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে বাদ জুমা শহরের হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই গায়েবানা জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ মুনির চৌধুরীর পরিচালনায় জানাজার নামাজের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম বলেন, ‘এই ভাবে দিনের পর দিন আমাদের নেতাকর্মীদের পাখির মতো গুলিকরে হত্যা করা হচ্ছে। আমাদের অপরাধ কি? আমাদের অপরাধ হলো আজকে দ্রব্য মূল্যের দাম বেশি সেটি আমরা কেন বলি। মুন্সিগঞ্জে ও নারায়নগঞ্জে আমরা কি দেখলাম পুলিশের গুলি নিয়ে যুবলীগের গুন্ডা পান্ডারা গুলি করছে। দুই একদিনের মধ্যে আমাদের বৃহৎ কর্মসূচি আসবে। আমাদের প্রস্তুত থাকতে হবে।’
জানাযার নামাজে অংশ নেন চাঁদপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুব আনোয়ার বাবলু, খলিলুর রহমান গাজী, সাবেক সহ- সাংগঠনিক সম্পাদক মোশাররফ হাজী, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশীদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. জাহাঙ্গীর হোসেন খান, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী, সদস্য সচিব কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েল, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সরোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহজাহান কবির খোকা, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী, সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারীসহ দলীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।
জানাজার নামাজে ইমামতি করেন জেলা ওলামা দলের সভাপতি মাওঃ জসিম উদ্দিন।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট, ২৩ সেপ্টেম্বর ২০২২