অবশেষে অবৈধ, নিয়মবহির্ভূত এবং সরকারি নির্দেশনা অমান্য করে পরিচালিত ডায়াগণস্টিক সেন্টারের বিরুদ্ধে নড়েচড়ে বসেছে চাঁদপুর সিভিল সার্জন কার্যালয়। অভিযুক্ত এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান শুরু করেছে জেলার চিকিৎসাসেবা দেখভাল করার সর্বোচ্চা এ বিভাগ।
২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে ভ্রাম্যমাণ অভিযান চালিয়ে চাঁদপুর শহরের ৪ ডায়াগণষ্টিক সেন্টারকে সিলগালা করা হয়েছে। সিলগালা করা ডায়াগণস্টিক সেন্টারগুলো হলো,চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের সামনে অবস্থিত গ্রীণ ভিউ ডায়াগণস্টিক,তাকওয়া ডায়াগণস্টিক সেন্টা,মিম ডায়াগনস্টিক সেন্টার এবং ফেমাস ডায়াগণস্টিক সেন্টার।
চাঁদপুরের সিভিল সার্জন ডা.মোহাম্মদ সাহাদাৎ হোসেন নিজেই এ অভিযানের নেতৃত্ব দেন।
তিনি জানান, ডায়াগণস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে মানসম্পন্ন টেকনেশিয়ান না থাকা,লাইসেন্স নবায়ন না করা, কাগজপত্র ঠিক না থাকা, এবং চরম অস্বাস্থ্যকর ও অব্যবস্থাপনাসহ নানা অভিযোগ রয়েছে। অভিযান চালিয়ে সে সব অভিযোগের
সত্যতা পাওয়া যায়। যার ফলে ভ্রাম্যমাণ আদালতে ওই ডায়াগণস্টিক সেন্টারগুলো তালা মেরে সিলগালা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
প্রসঙ্গত,সিলগালা করা ডায়াগণস্টিক সেন্টারগুলো চাঁদপুর সদর হাসপাতালের সম্মুখে গড়ে উঠে। দীর্ঘদিনের অভিযোগ ছিলো সদর হাসপাতালের রোগীদের দালালের মাধ্যমে এসব ডায়াগণস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হতো এবং পরীক্ষা নিরীক্ষার নামে হয়রানি ও বেশি টাকা আদায় করা হতো।
আশিক বিন রহিম
২২ সে প্টেম্বর ২০২২
এজি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur