গৌরীপুর-কচুয়া-হাজীগঞ্জ সড়কের বারৈয়ারা হতে সাজিরপাড় পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তার সংস্কার কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। ১৩ কোটি ২৭ লক্ষ টাকা ব্যায়ে চাঁদপুর সড়ক বিভাগের উদ্যোগে সোমবার দুপুরে কচুয়া উপজেলার প্রবেশপথ বারৈয়ারা সীমান্ত এলাকায় এ কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।
এ সময় উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাজমুল হাসান, সড়ক বিভাগ চাঁদপুর সওজের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ সামছুজ্জোহা, সড়ক উপ-বিভাগ সওজের হাজীগঞ্জ উপ-প্রকৌশলী মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রত্যাশী আকতার হোসেন সোহেল ভূঁইয়া, হুমায়ূন কবির মিয়াজী, সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৯ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur