শরীফুল ইসলাম ও আশিক বিন রহিম | আপডেট: ০৯:৪৫ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
চাঁদপুর শহরের রেলওয়ে আক্কাছ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৪ সেপ্টেম্বর বেলা আড়াইটায় ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাতনামা কিশোরের মৃত্যু হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বড় স্টেশন থেকে চটগ্রামগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছাদে উঠা কিশোর ঝুলন্ত তারের সাথে আটকে ছাদ থেকে নিচে পড়ে যায়।
তাৎক্ষণিক স্থানীয়রা আহত কিশোরকে চাঁদপুর ২৫০ শয্যা সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কিশোরটিকে মৃত বলে জানায়। পরে লাশটি ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur