চাঁদপুরের হাইমচর উপজেলায় শতভাগ বিদ্যুৎ সংযোগ স্থাপন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি ও উপজেলার চেয়ারম্যান নুর হোসেন পাটওয়ারী পাটওয়ারীর প্রচেষ্টায় মানুষের ঘরে ঘরে বিনামূল্যে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে।
হাইমচর মানুষের জন্য বরাদ্দকৃত বদ্যুৎ সঠিক ভাবে পায় তা নিশ্চিত করার লক্ষে ২০২০ সালে ২৪ নভেম্বর হাইমচর সাব- জোনাল অফিস ও বিদুৎ সাব-সেন্টার স্থাপন করা হয়।
বিদ্যুৎ সরবরাহ জন্য ৩৭ কিলোমিটার দূরবর্তী রামগঞ্জ গ্রীড থেকে হাইমচর উপজেলার ২৮ হাজার ৭১৯ জন গ্রাহকের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছে। উপজেলার ৩টি ইউনিয়নে ১৭৫ বর্গ কিলোমিটারে ৩১টি গ্রামে ২৪৯০৩টি পরিবারের মাঝে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে যাচ্ছে।
হাইমচরে জনগনের সেবা দিতে হাইমচর সাব- জোনাল অফিসে ২৯ জন কর্মকর্তা ও কর্মচারী দিন ভর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। হাইমচরে মাঝে মধ্যে বিদ্যুৎ সংযোগ বিছিন্ন হয়ে যায়। যেহেতু চাঁদপুরের হইমচর উপজেলা ৩৭ কিলোমিটার দূরবর্তী রামগঞ্জ থেকেখুটির মাধ্যে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে।
এই প্রসঙ্গে চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির- ২ সহকারী ম্যানাজার মোঃ হাফিজ আহম্মদ চাঁদপুর টাইমসকে জানান, আপনারা হয়তো জানেন না আমরা ৩৭ কিলোমিটার দূরবর্তী রামগঞ্জ গ্রীড থেকে খুটির মাধ্যে হাইমচরে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এ গ্রীডের অভ্যন্তরিন ২ টি কারেন্ট ট্রন্সফার্মা বিকল / ত্রুটি হওয়ার কারণে ২.৩০ মিনিট থেকে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। আমরা হাইমচরে বাহিরে গিয়ে খোঁজে বিদুৎ ত্রুটি বের বিকল্প ভাবে লাইন চালু করতে ৭ টায় চালু করতে সক্ষম হয়েছি।
এ ছাড়া আপনরা দেখেছেন বৈরি আবহাওয়া কারনে হঠাৎ বন্ধ হয়ে যায়। যদি কোন সিডিউল অনুযায়ী কাজ করলে অবশ্যই মাইকিং ও প্রচারণা করে থাকি। বৈরি আবহাওয়ার কারণে লাইন বন্ধ হয়ে গেলে আমরা ত্রুটি খোঁজে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চেষ্টা করি। বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেলে বিভ্রান্তি হওয়ার কোন কারন নেই আমরা আছি আপনাদের সেবা দিতে। আপনাদের কাছে অনুরোধ কোথাও বিদ্যুৎ লাইনে সমস্যা দেখা দিলে আমাদের সংবাদ দিলে আমাদের কাজ করতে সময় কম লাগে। আমাদের কে সহযোগিতা করুন আমরা আপনাদের দ্রুত সেবা দিতে পারবো বলে আমার বিশ্বাস।
প্রতিবেদক: বিএম ইসমাইল, ১৫ সেপ্টেম্বর ২০২২