জিসান আহমেদ নান্নু, কচুয়া | আপডেট: ০৯:০০ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
কচুয়ায় পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হতভাগ্য ওই শিশুটির নাম আরাফাত হোসেন। সে উপজেলার সিংআড্ডা গ্রামের পাটোয়ারী বাড়ির সৌদি প্রবাসী হযরত আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সোমবার দুপুর ২টার দিকে শিশু আরাফাতের মা শাহিনুর বেগম তাকে বাড়িতে রেখে ফসলি জমি দেখতে যায়। শিশুটি তার মায়ের পিছু নিয়ে হঠাৎ বিলের পানিতে পড়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মৃত্যুতে তার পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur