কচুয়া প্রেসক্লাবের নতুন কমিটি গঠনের লক্ষে বর্তমান কমিটির মেয়াদের শেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে কচুয়া প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: মহিউদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন, কচুয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নতুন কমিটি গঠনের সমঝোতা কমিটির আহবায়ক মো: আবুল হোসেন, সাবেক সভাপতি প্রিয়তোষ পোদ্দার, রাকিবুল হাসান, আলমগীর তালুকদার, সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম, সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল, আফাজ উদ্দীন মানিক, আমির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক জিসান আহমেদ নান্নু, আহসান হাবীব সুমন, যুগ্ন সম্পাদক সুজন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, প্রচার সম্পাদক আবু সায়েম মৃধা, সাহিত্য বিষয়ক সম্পাদক কবি আলী আক্কাছ তালুকদার, সদস্য হাবীবুল্লাহ হাবীব, সৈয়দ আব্দুল জব্বার বাহার, মনির মুন্সি ও ফরহাদ চৌধূরী, মেহেদী হাসান প্রমুখ।
উক্ত সাধারণ সভায় কচুয়া প্রেসক্লাবের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক পদ সহ অন্যান্য সম্পাদকীয় পদে সমঝোতার ভিত্তিতে আগামী ১৭ই সেপ্টেম্বর নতুন কমিটি ঘোষনা করার লক্ষে সদস্যবৃন্দ একমত পোষন করে সমঝোতা কমিটির উপর দায়িত্ব দেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৪ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur