চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক | আপডেট: ০৮:৪০ অপরাহ্ণ, ০৪ সেপ্টেম্বর ২০১৫, শুক্রবার
বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার বাংলাবাজার এলাকায় একটি মাজারে ঢুকে দুইজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ওই এলাকার ‘ল্যাংটা ফকিরের মাজারে’ এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রহমত উল্লাহ প্রকাশ ল্যাংটা ফকির (৫২) এবং আবদুল কাদের (২৫)।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ বিয়ষটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ওই এলাকার মাজারে ঢুকে রহমত উল্লাহকে গলা কেটে হত্যা করেন এক যুবক। এ ঘটনা দেখে ফেলায় কাদের নামে আরেকজনকে জবাই করেন তিনি।
পরে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ওই ঘাতককে পেছনে পেছনে প্রায় ২ কিলোমিটার ধাওয়া করে নিয়ে যায়। এ সময় স্থানীয়দের লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে তিনজন আহত হয়।
আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ডিসি পরিতোষ।
এদিকে ঘটনার পরপরই সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখান থেকে সিআইডির কর্মকর্তারা হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি মাজার বিরোধী কোনো গোষ্ঠী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। অথবা মাজারের টাকা পয়সা নিয়ে বিরোধ থেকে কেউ এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এক প্রশ্নের জবাবে সিএমপির ডিসি পরিতোষ ঘোষ বলেন, ঘটনার ধরন দেখে মনে হচ্ছে হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। কেননা যিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনিই আবার জনরোষ থেকে বাঁচার জন্য ককটেলের বিস্ফোরণ ঘটিয়েছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/ এমআরআর/২০১৫