পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন হত্যার প্রতিবাদে শোক র্যালি বের করে চাঁদপুর জেলা যুবদল।
বৃহস্পতিবার শোক র্যালিটি শহরের জোরপুকুর এলাকা থেকে বের হয়ে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়।
চাঁদপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নুরুল আমিন খান আকাশের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার।
শোক র্যালিতে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা যুবদলের সহ-সভাপতি মোস্তফা বন্ধুকসী, চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার গাজী, পৌর যুবদলের আহ্বায়ক শাহাজাহান কবির খোকা, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুর রাজ্জাক হাওলাদার, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক পারভেজ আরম রবিন, সহ-সাধারণ সম্পাদক সোহেল গাজী, জসিম মাতাব্বরসহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে নারায়ণগঞ্জ জেলায় পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন মারা যায়। তার প্রতিবাদে হত্যার প্রতিবাদে কেন্দ্ৰ ঘোষিত কর্মসূচী চাঁদপুর জেলা যুবদলের শোক র্যালী কর্মসূচী পালন করে।
সিনিয়র স্টাফ করেসপন্ডেট,৮ সেপ্টেম্বর ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur