Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / বুদ্ধির জোরে অনেক দূর যাওয়া যায়: ডিসি
বুদ্ধির

বুদ্ধির জোরে অনেক দূর যাওয়া যায়: ডিসি

চাঁদপুরে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতা বিষয়ক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ডিগ্রী কলেজ মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসন কামরুল হাসান। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মিলন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণপুর ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি মো. সাইফুল ইসলাম। 

সমাবেশে বক্তারা বলেন, পড়াশোনা করা অবস্থায়ই নিজেদেরকে প্রস্তুত করতে হবে।শিক্ষার্থীদের সকল খারাপ চিন্তা মাথা থেকে ঝেরে ভালো পথে আসতে হবে। গায়ের জোরে বেশি দূর যাওয়া যায় না কিন্তু বুদ্ধির জোরে অনেক দূর যাওয়া যায়। 

বক্তারা আরও বলেন, অভিভাবকদের নিজেদের সন্তানদের প্রতি সঠিক ভাবে দায়িত্বশীল হতে হবে। বিশেষ করে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে শিক্ষার্থীদের দিকে অভিভাবকদের বিশেষ নজরদারির বাড়াতে হবে।

প্রতিবেদক: শরীফুল ইসলাম, ৮ সেপ্টেম্বর ২০২২