Home / চাঁদপুর / বন্যার আশঙ্কামুক্ত চাঁদপুর : মেঘনার পানি কমতে শুরু করছে
Meghna river
ফাইল ছবি

বন্যার আশঙ্কামুক্ত চাঁদপুর : মেঘনার পানি কমতে শুরু করছে

চাঁদপুর টাইমস নিউজ ডেস্ক  :
চাঁদপুরে মেঘনা নদীসহ ৩টি নদীর পানি কমতে শুরু করেছে। চাঁদপুর শহরে বন্যার যে আশঙ্কা দেখা দিয়েছিলো তা দূর হতে চলেছে। বুধবার থেকে বৃহস্পতিবার নদীর পানি পয়েন্ট ৬ সেন্টিমিটার কমেছে।

গত এক সপ্তাহ চাঁদপুরে মেঘনা ও বিভিন্ন শাখা নদীতে পানি বাড়তে থাকে। এই পানি বৃদ্ধির ফলে জোয়ারের সময় চাঁদপুরের নিম্নাঞ্চল, গ্রামাঞ্চল এবং চরাঞ্চলে রাস্তাঘাট ও বসত বাড়িতে পানি উঠে যেতো। একই সময় চাঁদপুর শহরের জনপদের রাস্তাঘাটেও পানি ছুঁই ছুঁই করতো। তবে ভাটার সময় আবার পানি নেমে যেতো। এ বিষয়ে পানি মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন, আসামে বৃষ্টি হলে কিংবা পানি বেড়ে গেলে আমাদের এখানেও (মেঘনায়) পানি বেড়ে যায়। আবার এ অঞ্চলে বৃষ্টি হলেও পানি বাড়ে এতে বন্যার কোন সম্ভাবনা নাই।

আশার কথা হচ্ছে বৃহস্পতিবার থেকে নদীতে পানি কমতে শুরু করেছে। সন্ধ্যায় চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকায় অবস্থিত পানি উন্নয়ন বোর্ডের শাখা অফিসে যোগাযোগ করলে সেখানে পানি পরিমাপকারী মোঃ সেলিম জানান, “বৃহস্পতিবার মেঘনায় পানির লেভেল ছিলো সকাল পৌনে ৯ টায় সর্বোচ্চ ৪.৪২ সেন্টিমিটার এবং সন্ধ্যা ৬ টায় ছিলো সর্বনিম্ন ৩.৬০ সেন্টিমিটার। যা আগের দিন বুধবার ছিলো সর্বোচ্চ ৪.৪৮ সেন্টিমিটার এবং সর্বনিম্ন ৩.৬৪ সেন্টিমিটার।”

পানি কমতে থাকায় মানুষের মাঝে স্বস্তি দেখা যায়। সংশ্লিষ্টরা বলছেন পানি বাড়ার আর আশঙ্কা নেই, এখন থেকে ক্রমান্বয়ে পানি কমতে থাকবে।

চাঁদপুর টাইমস- ডিএইচ/২০১৫।